18 June 2016

১৩৭০ বছরের পুরোনো কোরআন শরীফ উদ্ধার

এ যাবত কালের সবচেয়ে পুরানো কোরআন শরীফের অংশ বিশেষের খোজ মিললো যুক্তরাজ্যের বার্মিংহাম ইনিভার্সিটিতে। রেডিওকার্বন বিশেষগ্যরা বিশ্লেষন করে বলছেণ হস্তলিপি এই কোরআনোর অংশ বিশেষটি  ১৩৭০ বছর পুরোনো।

রিমান্ডে থাকা ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত


মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যার সময় হাতেনাতে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম সদর উপজেলার মিয়ারচর এলাকায় শুক্রবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সারোয়ার হোসেন জানান, ফাহিমকে নিয়ে শুক্রবার রাতে অভিযানে বের হন তারা। এ সময় ফাহিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ ও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় ফাহিম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর আগে শুক্রবার মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইদুর রহমান ফাইজুল্লাহ ফাহিমকে ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

17 June 2016

পুলিশকে বিভ্রান্ত করছে ফাইজুল্লাহ


মাদারীপুরে কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। তাঁর দেওয়া অধিকাংশ তথ্যের সত্যতা খুঁজে পাচ্ছে না পুলিশ। ফাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা, বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালালেও মামলার তদন্তে অগ্রগতি হয় এমন কিছু পাওয়া যায়নি। এমনকি হামলায় অংশ নেওয়া অপর দুজনের ব্যাপারে দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েও পুলিশ কিছুই পায়নি।
মাদারীপুর পুলিশের একাধিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
এদিকে ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেল চারটায় মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম সায়েদুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বারেক করিম হাওলাদার জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেছেন, ফাইজুল্লাহ ফাহিম জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে আইএসের ধ্যানধারণায় উদ্বুদ্ধ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের সঙ্গে জড়িত। এ তথ্যও যাচাই–বাছাই করা হচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের বিভিন্ন ইউনিট বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ফাইজুল্লাহর দেওয়া অধিকাংশ তথ্যই ছিল বিভ্রান্তিকর। মামলার তদন্তে অগ্রগতি হওয়ার মতো কোনো তথ্যই এখনো পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বারেক করিম হাওলাদার প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সঠিক কোনো তথ্য পুলিশকে দেয়নি।
পুলিশ জানিয়েছে, ফাইজুল্লাহকে নিয়ে বুধবার রাত তিনটা থেকে অভিযানে বের হয় মাদারীপুর সদর থানার পুলিশ। সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল অভিযানের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে যায়। অভিযানে কোনো অগ্রগতি না থাকায় বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে মাদারীপুরে ফিরে আসেন পুলিশ সদস্যরা। রাত ১০টা ৫০ মিনিটে এক দল পুলিশ ফাইজুল্লাকে নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে যায়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগের খাতায় ‘পাবলিক অ্যাসাল্ট’ হিসেবে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কথা লেখা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, হাতেনাতে ধরা পড়া জঙ্গি হামলাকারী ফায়জুল্লাহ ফাহিমের কাছ থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো জড়িত ব্যক্তিদের তথ্য বের করা সম্ভব হয়নি। তাঁর কাছে জানতে চাইলে সে পুলিশকে জানায়, সরকারকে বিব্রত করতে এই হামলা। ওই 

শিক্ষকের সঙ্গে তাঁদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। এমনকি তাঁকে চিনতেন না। তাঁদের কাছে নির্দেশ আসত, তাঁরা সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন। কারা নির্দেশদাতা, সেই বিষয়ে কোনো তথ্য আদায় করতে পারেনি পুলিশ।
তবে হামলাকারী ফাইজুল্লাহ ফাহিম তাঁর সঙ্গে থাকা অপর দুজনের নাম বললেও অভিযানে গিয়ে তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার হামলার সময় একটি চাপাতি ছাড়াও একটি গ্লাভসও উদ্ধার করা হয় ফাইজুল্লাহ ফাহিমের কাছ থেকে। তবে তাঁর কাছে থাকা ব্যাগটির সন্ধান পাওয়া যায়নি।
মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিত বিষয়ের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক আয়ুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ছয় ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী উপপরিদর্শক আয়ুব আলী প্রথম আলোকে বলেন, গোলাম ফাইজুল্লাহ ফাহিমের স্বীকারোক্তি অনুযায়ী সালমান তাকসিন ওরফে আবুল হোসেন ওরফে সালিম (১৯), শাহরিয়ার হাসান ওরফে পলাশ (২২), জাহিন (২৩), রায়হান (২৪) ও মেস্বাকে (২৪) আসামি করা হয়েছে। এ মামলায় গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে (১৯) প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ বলেছে, ফাইজুল্লাহ জানিয়েছে হামলার দিন বুধবার সকাল ১০টায় তাঁরা মাদারীপুরের টেকেরহাট পৌঁছে নিজেদের ব্যবহৃত মোবাইলগুলো ফেলে দেন। পরে সেখান থেকে মাদারীপুরের একটি স্থানে জড়ো হয়। সেখানে বসে হামলার গোপন আলোচনা হয়। এরপর মাদারীপুর পুলিশ লাইনস মসজিদে জোহরের নামাজ পড়েন তাঁরা। নামাজ শেষে দুপুরের খাবার খাওয়ার পর হামলার জন্য প্রস্তুতি নিয়ে ওই এলাকায় ঘুরতে থাকে।

ওবামার সিরিয়ানীতির সমালোচনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য পর্যায়ের ৫০ জন কর্মকর্তা এক যৌথ ‘ভিন্নমতপত্রে’ সিরিয়ায় আসাদ সরকারের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার চলতি নীতির কঠোর সমালোচনা করেছেন।
সিরিয়ায় অব্যাহত সহিংসতার মুখে সামরিক শক্তি বিশেষত বিমান আক্রমণের বেশি ব্যবহারের মাধ্যমে আসাদ সরকারকে বিরোধী শক্তিগুলোর সঙ্গে আলাপ-আলোচনায় বাধ্য করা সম্ভব বলে ভিন্নপত্রে মত প্রকাশ করা হয়।
পররাষ্ট্রনীতির কোনো বিষয়ে আপত্তি বা সমালোচনা প্রকাশের জন্য ভিয়েতনাম যুদ্ধের সময় ‘ডিসেন্ট চ্যানেল’ বা ভিন্নমত প্রকাশের প্রক্রিয়া চালু করা হয়।
প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় আসাদ সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হওয়ার বদলে ইসলামিক স্টেটের হুমকি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন। এই রণকৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে, রাশিয়ার সমর্থনে আসাদ সরকারকে আংশিক যুদ্ধবিরতি চুক্তিতে উৎসাহিত করা। যৌথপত্রে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন, আসাদ সরকার এই আংশিক যুদ্ধবিরতি কখনোই মেনে চলেনি। বরং কোনো প্রত্যক্ষ চাপ না থাকায় প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের সঙ্গে আলাপ-আলোচনার কোনো প্রয়োজন অনুভব করেননি। এই পত্রে বলা হয়, ‘সিরিয়া ও নিকটবর্তী অঞ্চলগুলো বর্তমানে যে অস্থিরতার মুখে রয়েছে, তার মুখ্য কারণ হলো আসাদ সরকারের অব্যাহত নির্বিচার বোমাবর্ষণ।’
পত্রে বলা হয়, সিরিয়ায় যুদ্ধ বন্ধের নৈতিক যৌক্তিকতা নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়। কিন্তু এই স্থিতাবস্থা যদি বজায় থাকে, তাহলে সিরিয়ার মানবিক, কূটনৈতিক ও সন্ত্রাসবাদবিরোধী সংকট আরও বাড়তেই থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বেশি অর্থপূর্ণ শক্তিপ্রয়োগের পক্ষে মত রেখেছেন। কিন্তু প্রেসিডেন্ট ওবামা ও তাঁর সামরিক কমান্ডাররা সর্বাত্মক সামরিক শক্তিপ্রয়োগের বিরোধিতা করেছেন। ইরাকের বিপর্যয়ের অভিজ্ঞতার পর আসাদ সরকারের পতন হলে তাঁর শূন্য স্থান কে পূরণ করবে, সেই বিষয়টিই প্রাধান্য পেয়েছে।
ভিন্নমতপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য স্বীকার করেছেন, সিরিয়ায় যেকোনো সামরিক অভিযান ঝুঁকিপূর্ণ। বিশেষত এর ফলে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে।
কর্মকর্তারা যুক্তি দেখান, সামরিক হুমকি দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী কেরি নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেবেন। এই উদ্যোগের অংশ হিসেবে আসাদ সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় ইরান ও সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিকেও অন্তর্ভুক্ত করতে তাঁরা মত দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ভিন্নমতের কথা গতকাল বৃহস্পতিবার প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি টাইমসকে জানান, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিভিন্ন নীতিগত প্রশ্নে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের খোলামেলা মতামতকে সমর্থন করেন।

ব্যাংকে আসল ও বৈধ এটিএম ব্যবহার নিয়ে হাইকোর্টের রুল -


প্রত্যেক ব্যাংকে আসল বা খাঁটি ও বৈধ উপায়ে আমদানি করা অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবহার নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। শুল্ক না দিয়ে অবৈধ উপায়ে আমদানি করা পাইরেটেড এটিএম মেশিন, পুরাতন সফটওয্যার ব্যবহারে গ্রাহকের অর্থ ঝুঁকির মধ্যে-এসব প্রতিবেদন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকা প্রকাশিত এসব প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক রিট করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম এ মুনতাকিম। রিট আবেদনের বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক বলেন, এসব মেশিনে যে কারো টাকা ঝুঁকিতে রয়েছে। 
http://www.w3newspapers.com/bangladesh/#dhaka

ভিক্ষুকের আয় ৫ লাখ টাকা!



একজন ভিক্ষুকের আয় যে ৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে! এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। দেশটির পেনাংয়ের সমাজকল্যাণ অধিদপ্তরের এক মুখপাত্র সাইদ সিদুপ জানান, কিছু ভিক্ষুকের দৈনিক আয় ১ হাজার রিংগিত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার টাকার বেশি। অর্থাৎ মাসিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা। সাইদ সিদুপ জানান, 'ভিক্ষুকদের কাছ থেকে আমি এ তথ্য পেয়েছি। দানকারীর চেয়েও দানগ্রহীতার আয় বেশি। এদের কারও কারও দৈনিক আয় ১ হাজার রিংগিত বা তার বেশি।' মালয়েশিয়ায় ভিক্ষুক সমস্যা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান এ মুখপাত্র। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির পর রাস্তার ভিক্ষুকদের উৎখাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১৫০টি অভিযান চালিয়েছে। এতে ২০১ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৪২ জন ছিল স্থানীয় আর বাকিরা বিদেশি। 


মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার গোলাম ফায়জুল্লাহ ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে ফাহিমকে উপস্থাপন করে ১৫ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারিক হাকিম মো. সাইদুর রহমান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ফাহিমসহ ছয়জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করা হয়। মামলায় নাম উল্লেখ থাকা অন্য আসামিরা হলেন তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০), মেজবাহ (১৯), রায়হান (২০) ও জাহিন (২০)। এ ছাড়া মামলায় অজ্ঞাত একাধিক আসামি করা হয়েছে। মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী বাদী হয়ে মামলাটি করেন। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, মামলায় থাকা আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে গ্রেফতার ফাহিমের কাছ থেকে নিষিদ্ধঘোষিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয় জানা গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, কলেজশিক্ষকের ওপর হামলার ঘটনায় আটক ফাহিমকে নিয়ে বুধ ও বৃহস্পতিবার দুদিন কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এতে বিশেষ কোনো তথ্য বেরিয়ে আসেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানা থেকে ১২ সদস্যের একটি দলসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। গত বুধবার বিকেলে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় হামলা চালায় তিন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়ার সময় ফায়জুল্লাহ ফাহিমকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় লোকজন। -

রোজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন কথাঃ




প্রশ্নঃ রোযার মাসে আরো কী কী কাজ আছে, যা করা মাকরূহ বা অপছন্দনীয়?
.
উত্তরঃ ড. জাকির নায়েক স্যার
.
রোযার মাসে আরো যে সব কাজ করা মাকরূহ, যা করতে নিরুৎসাহিত করা হয়েছে তা হলো-
.
১। অনেকে আছেন যারা রাতে জেগে থাকার কারণে বা রাতে নামাজ ইবাদত করার কারণে দিনে ঘুমিয়ে কাটায়। এমন করতে নিষেধ করা হয়েছে।
.
২। অলসতার কারণেও অনেকে দিনের বেলা ঘুমিয়ে কাটায়। এমন করা মাকরূহ।
.
৩। অনেকে আছেন যারা দিনের সময় আনন্দ ফুর্তি হইহুল্লোড়, খেলাধুলা, গল্প করে পার করে, তারা রসূলুল্লাহ [ﷺ] – সুন্নাত বিরোধী আরো অনেক কাজ করে থাকে।
.
৪। লোক দেখানোর জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয় এমন ইফতার পার্টির আয়োজন করা।
.
৫। অনেকে আছেন যারা বাড়ির মহিলাদেরকে সাহরি ও ইফতারিতে অনেক বেশি বেশি খাবার আয়োজন করতে বলেন, সে কারণে ‘ইবাদাত বাদ দিয়ে তাদেরকে অধিকাংশ সময় রান্না ঘরে ব্যস্ত থাকতে হয়। এমন করা মাকরূহ।
.
৬। অনেকে আছেন যারা আল্লাহর ‘ইবাদাত বাদ দিয়ে ঈদের জন্য ঘর সাজাতে ব্যস্ত থাকে।
.
৭। অনেকে আছেন যারা নিজেরকে আল্লাহর ‘ইবাদাত ব্যতীত অন্য অপ্রয়োজনীয় অর্থহীন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন, এমন করতে নিষেধ করা হয়েছে।
.
৮। বাজে বাজে সময় নষ্ট করা।
.
৯। অনেকে আছেন যারা রাতের অধিকাংশ সময় গল্প গুজব করে কাটায়। এমন করাটা মাকরূহ।
.
১০। রাতের অধিকাংশ সময় খাওয়া দাওয়াতে অতিবাহিত করা। আল্লাহর ‘ইবাদাত ব্যতীত যেকোনো অপ্রয়োজনীয় সময় নষ্ট করা।
.
১১। অনেকে আছেন যারা রোযার শেষ দশদিনে আল্লাহর ‘ইবাদাত বাদ দিয়ে ঈদের কেনাকাটায় বেশি ব্যস্ত থাকে। এমন করা মাকরূহ।

ভিডিওটি দেখলে আপনাদের জীবন বদলে যাবে.......