11 August 2016

ডাচ্-বাংলা ব্যাংক থেকে বৃত্তির জন্য প্রয়োজনীয় বিষয়

ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে ২০১৬ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী  শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে ডাচ্-বাংলা ব্যাংক

10 August 2016

National University honours 3rd Year Exam Routine : 2016

National University – NU honours 3rd Year Exam Routine  has been published. According to the honours 3rd year exam routine 2016 Theoretical exam will be start 5 September 2016. The last theory exam date is 15-10-2016 2016. Practical exam Schedule will be published later.
According to the honours 3r Year Exam schedule 2016 every exam will be held from 1:30 PM. National university authority reserved the right of exam schedule change. The exam routine is available in both JPG and PDF format in our site. if the exam schedule change in any case we will update the routine here. So keep visiting our site’s honours category to get latest update of hohours exam. Given bellow:

09 August 2016

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
০৯ আগস্ট ২০১৬ তারিখ পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের বিপিএড পরীক্ষার সময়সূচী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের বিপিএড পরীক্ষার সময়সূচী অনুসারে ২০১৫ সালের বিপিএড পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা ২৭/০৮/২০১৬ তারিখ থেকে ০৪/০৯/২০১৬ তারিখ পর্যন্ত চলবে।অপরদিকে, ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮/০৯/২০১৬ তারিখ থেকে ২৫/০৯/২০১৬ তারিখ পর্যন্ত। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ০৯ টা থেকে আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৭ টা থেকে। বিস্তারিত সময়সূচী নিচে দেওয়া হলোঃ

08 August 2016

NU ২০১৫ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ০৮/০৮/২০১৬ তারিখ থেকে শুরু হয়ে ১৮/০৮/২০১৬ তারিখ পর্যন্ত চলবে। ইতিমধ্যে নিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি ও এই বিজ্ঞপ্তির পরীক্ষার্থীদের ফি একসাথে সোনালী সেবার মাধ্যমে জমা দেয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। 
উল্লেখ্য, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যারা যথা সময়ে ফরম পূরণ করতে পারেনি তারাও ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের কোন প্রকার সুযোগ নেই। এছাড়া, পূর্বে (২১ জুন) তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির সকল শর্তাদি অপরিবর্তিত থাকবে।

২০১৬ সালের বাৎসরিক ছুটির তালিকা ও পরীক্ষার সময়সূচী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সকল সরকারি ও বেসরকারি কলেজ, সরকারী আলিয়া মাদ্রাসা, টিটি কলেজ ও গভঃ কমার্শিয়াল ইন্সটিটিউট সমুহের ২০১৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও একাডেমিক কার্যক্রমের সময়সূচী গত ১৩ ডিসেম্বর শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব এ জেড এম নূরুল হক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত ছুটির তালিকা  নিচে দেওয়া হলোঃ

NU ৮৩ তম একাডেমিক কাউন্সিলে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের  ৮৩ তম একাডেমিক কাউন্সিলে পরীক্ষা বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হবে।
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পরীক্ষার সময়কাল ও সংশোধন করা হয়েছে। গ্রেডিং পদ্ধতি সিলেবাস অনুযায়ী পূর্ণ পত্রের (৪ ক্রেডিট) লিখিত পরীক্ষার সময়কাল হবে ৩:৩০ ঘণ্টা এবং অর্ধ পত্রের (২ ক্রেডিট) লিখিত পরীক্ষার সময়কাল হবে ২:৩০ ঘণ্টা। 

২০১৬ সালের বিএড অনার্স প্রথম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচী

২০১৬ সালের (অনার্স) প্রথম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচী ও কেন্দ্রতালিকা প্রকাশ হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুসারে এই পরীক্ষা আগামী ২১/০৮/২০১৬ তারিখ থেকে শুরু হয়ে ২৯/০৮/২০১৬ তারিখ পর্যন্ত চলবে।
৩রা আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উক্ত সংশোধিত সময়সূচী ও কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়। সময়সূচী ও কেন্দ্রতালিকা আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ