21 July 2016

২০১৬-১৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

আগে বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কমিটিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় পরিষদের কাছে পাঠাতো। কিন্তু এতে একইদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি ঠিক হয়ে থাকে। এতে ভর্তি ইচ্চুকদের নানা ভোগান্তির শিকার হতে হতো।
তাই যাতে এ ধরনের সমস্যা না হয় সেজন্য গতবারের মতো এবারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আলাদা আলাদা তারিখ নির্ধারণের উদ্যোগ নেয় উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটি।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাব্য সূচি

19 July 2016

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ


@ ক-ইউনিটের ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে আবেদন করে ৭২ হাজার ১৬১ জন প্রতি আসনের বিপরীতে লড়ে ৪৪ জন শিক্ষার্থী।@ খ-ইউনিটের ২ হাজার ২৮০টি আসনের বিপরীতে আবেদন করে ৩১ হাজার ৪২১ জন প্রতি আসনের বিপরীতে লড়ে ১৪ জন

National university last update Information

১| অনার্স ১ম বর্ষের (১৫-১৬) ফরম ফিলাপ সম্ভাব্য সময় সূচীঃ আগষ্ট ২০১৬ ইং এবং ফাইনাল পরীক্ষাঃ সেপ্টেম্বর/অক্টোবর ২০১৬ ইং।
২| ২০১৫ সালের অনার্স ১ম বর্ষের (বিশেষ) এর ফাইনাল পরীক্ষা ৭ আগস্ট থেকে শুরু।
৩|২০১৫ সালের অনার্স ৩য় বর্ষের (১২-১৩) ফরম ফিলাপ ইতি মধ্যে শুরু হইছে যা চলবে ৩০/০৭/২০১৬ ইং পর্যন্ত। ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় সূচীঃ সেপ্টেম্বর মাসের ১ম সাপ্তাহে ২০১৬।
৪|ডিগ্রী ১ম বর্ষের (১৪-১৫) ফাইনাল পরীক্ষাঃ ১৩ আগস্ট থেকে শুরু।
৫| ডিগ্রী ২য় বর্ষের (১৩-১৪) ফরম ফিলাপঃ শুরু ২৫ জুলাই এবং শেষ ১৩ আগস্ট। ফাইনাল পরীক্ষাঃ সেপ্টেম্বর মাসের শেষে/অক্টোবর ১ম সাপ্তাহে।
৬| ২০১৬ সালের ডিগ্রি প্রাইভেট এর ভর্তি কার্যক্রম শুরু ২০ জুলাই এবং শেষ ২১ আগস্ট।
৭। অনার্স ১ম বর্ষ স্নাতক সম্মান (২০১৬-১৭) ভর্তির আবেদন ২৫ সেপ্টেম্বর থেকে শুরু । (বিস্তারিত পরে জানানো হবে)
৮| অনার্স ১ম এবং ৩য় বর্ষের ফলাফল প্রকাশ হলে পেজে জানিয়ে দেওয়া হবে।
৯| ডিগ্রী ২য় (১২-১৩)এবং৩য় বর্ষের (১১-১২)ফলাফল প্রকাশ হলে পেজে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা :
১) ঢাকা বিশ্ববিদ্যালয় : ৬,৬৫৫
২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২,০০০
৩) বুয়েট ( BUET ) : ১,০৩০
৪) রাজশাহী বিশ্ববিদ্যালয় : ৪,৭৭২