19 August 2016

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপের ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের এল এল বি ১ম পর্ব/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা ২২ আগস্ট ২০১৬ তারিখ প্রকাশ করা হবে৷ ঐদিন বিকাল ৪ টার পর প্রথমে এসএমএস এ তারপর রাত ৯ টার পর অনলাইনে এই ফলাফল প্রকাশ করা হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা

 ঢাকা বিশ্ববিদ্যালয়
( ইউনিট): ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ একত্রে মোট জিপিএ অন্তত .০০ পেতে হবে। ( ইউনিট): ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ একত্রে মোট জিপিএ অন্তত .০০ পেতে হবে । ( ইউনিট): ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ একত্রে মোট জিপিএ অন্তত .৫০ পেতে হবে। ( ইউনিট): ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ একত্রে মোট জিপিএ অন্তত .০০ (বিজ্ঞান), .৫০ (ব্যবসায় শিক্ষা), .০০ (মানবিক) পেতে হবে