এর আগে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা ১৬ জুন ২০১৬ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উক্ত ভর্তির ফল প্রকাশ করেন।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন এবং এসএমএসে মোট ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থী আবেদন করে। ৯ জুন আবেদনের শেষ দিন থাকলেও ১০ জুন পর্যন্ত তা বৃদ্ধি করা হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ ভর্তির ওয়েবসাইটে Login
ফলাফল দেখার উপায়ঃ
- অনলাইনে রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
- আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডেও ফলাফল দেখতে পারবে।
- SMS এর মাধ্যমে ভর্তির ফলাফলঃ
শিক্ষার্থী তার আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে ভর্তি ফলাফলের একটি SMS পাবে। SMS-এর
ফরম্যাট হবে নিম্নরূপঃ
<Roll>, <Board>, <Year>, (PIN for Admission: <7 Digit PIN Code>)
Selected for:
<EIIN of College 1>, <EIIN of College 2>, ………..
Waiting in:
<EIIN of College 11>, <EIIN of College 12>, ……..
— Board Authority
উদাহরণঃ
100001, DHA, 2016, (PIN for Admission: 4345932)
Selected for :
107974, 131904, 134219, 107855, 134209, 133714
Waiting in:
107857, 108162, 107975, 107962, 134592, 133937
— Board Authority
ভর্তি ও ক্লাশ শুরুর সময়সূচীঃ- আসনের বিপরীতে নির্বাচিত (Selected) শিক্ষার্থী ভর্তি ও নিশ্চায়ন এর সময়সীমাঃ ১৮/০৬/২০১৬ থেকে ২২/০৬/২০১৬।
- ১ম অপেক্ষমাণ তালিকা প্রকাশঃ ২৪/০৬/২০১৬।
- ১ম অপেক্ষমাণ তালিকা এবং মাইগ্রেসন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির তারিখ: ২৫/০৬/২০১৬ থেকে ২৭/০৬/২০১৬।
- অবশিষ্ট আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ও নিশ্চায়নঃ ২৮/০৬/২০১৬ থেকে ৩০/০৬/২০১৬।
- ক্লাস শুরুঃ ১০/০৭/২০১৬।
- বিলম্ব ফিসহ ভর্তিঃ ১০/০৭/২০১৬ থেকে ২০/০৭/২০১৬।
ফলাফল প্রকাশের পরবর্তী করণীয় কার্যাবলীঃ
যারা ১ম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন তাদের জন্য যা করণীয়ঃ- ভর্তির ফলাফল প্রিন্টকরণঃ শিক্ষার্থী তার রোল নম্বর, বোর্ডের নাম এবং পাসের সন এন্ট্রি দিয়ে করলে শিক্ষার্থীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম,গ্রুপ/শিফট/ভার্সন ভিত্তিক নির্বাচিত/অপেক্ষমান মেধাক্রম ও অন্যান্য তথ্যসমূহ দেখতে পাবে এবং প্রয়োজনে উক্ত ফরমটি প্রিন্ট নিতে পারবে।
- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিঃ
শিক্ষার্থী প্রিন্টকৃত ভর্তি ফরমটি অথবা SMS-এর মাধ্যমে প্রাপ্ত ফলাফল
নিয়ে সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ করবে। এখানে উল্লেখ্য
যে, শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, সেই প্রতিষ্ঠানের ভর্তি
কমিটিতে ভর্তি নিশ্চায়নের জন্য SMS-এর মাধ্যমে প্রাপ্ত PIN কোড প্রদান করবে। - ভর্তি হতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবেঃ এসএসসির প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসা পত্রের ফটোকপি এবং অন-লাইনে প্রাপ্ত এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর কপি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। কোন শিক্ষার্থী কোটায় নির্বাচিত হলে শিক্ষার্থীকে ঐ কোটা সম্পর্কিত প্রামান্য কাগজপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি কমিটির নিকট জমা দিতে হবে।
- ভর্তি বাতিলঃ কোন শিক্ষার্থী ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে লিখিত ভাবে আবেদন করতে হবে।
একবার ভর্তি বাতিল করলে- ঐ প্রতিষ্ঠানে আর ভর্তির সুযোগ থাকবে না। একটি প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চায়ন
বাতিল না করে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না।
- মফস্বল/পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকূল্যে ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।
- ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আংশিক এমপিওভুক্ত বা এমপিও বর্হিভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বর্হিভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
- কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফি’র বেশি নেওয়া যাবে না এবং অনুমোদিত সব ফি গ্রহণের ক্ষেত্রে যথাযথ রশিদ প্রদান করতে হবে।
- দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- যেসকল নির্বাচিত শিক্ষার্থী পছন্দের উর্ধক্রমে কলেজ পরিবর্তন (মাইগ্রেসন) করতে ইচ্ছুক তাদেরকেও সংশিস্নষ্ট কলেজে ভর্তি হতে হবে ও ভর্তি হওয়ার পর –/–/২০১৬ তারিখের মধ্যে তাদেরকে নিজ নিজ APPLICATION ID ও PASSWORD ব্যবহার করে শিক্ষার্থী নিজেই কলেজ পরিবর্তনের পছন্দের উর্ধক্রমের জন্য সম্মতি/অপশন প্রদান করবে৷
- ১ম মেধাতালিকা শেষ হওয়ার পর যে সমস্ত শিক্ষার্থী কলেজ পরিবর্তন (মাইগ্রেসন) এর অপশন প্রদান করেছে এবং যারা এখনো কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি তাদের এবং কলেজসমূহের খালি আসনের ভিত্তিতে ১ম অপেক্ষমাণ তালিকা ও মাইগ্রেসন এর ফলাফল প্রকাশ করা হবে ২৪/০৬/২০১৬ তারিখে৷
- ১ম অপেক্ষমাণ তালিকা এবং মাইগ্রেসন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির তারিখ: ২৫/০৬/২০১৬ থেকে ২৭/০৬/২০১৬।
- ১ম অপেক্ষমাণ তালিকা এবং মাইগ্রেসন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শেষ হওয়ার পর কলেজের (গ্রুপ, শিফট এবং ভার্সন ভিত্তিক) শূণ্য আসনের তালিকা পাওয়া যাবে৷
- ১ম তলিকা ও ১ম অপেক্ষমাণ তালিকার যে সব শিক্ষার্থী নির্বাচিত হয়েও কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হয় নাই বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয় নাই, তাদেরকে রিলিজ স্লিপধারী হিসেবে বিবেচনা করা হবে৷ এ পর্যায়ে তারা বিভিন্ন খালি আসনের বিপরীতে অনলাইনে শিক্ষার্থী সর্বোচ্চ –টি কলেজের অপশন দিয়ে –/–/২০১৬ থেকে –/–/২০১৬ তারিখের মধ্যে আবেদন করবে৷ এক্ষেত্রে কোন আবেদন ফি প্রদান করতে হবে না৷
No comments:
Post a Comment