09 August 2016

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
০৯ আগস্ট ২০১৬ তারিখ পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেবাস সংশোধন করে ৩৫তম বিসিএস থেকে এক ঘণ্টা ও ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নিচ্ছে পিএসসি।
নিয়মানুযায়ী, বিসিএস ক্যাডার পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে পিএসসি।
প্রিমিলিনারি টেস্ট এর হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ হওয়ার পর লেখাপড়া বিডি তে প্রকাশ করা হবে।
এর আগে ১ হাজার ২২৬টি পদের জন্য ৩৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্ম কমিশন (পিএসসি) যার অনলাইনে আবেদন প্রক্রিয়া ৩১ মার্চ ২০১৬ তারিখ ১০টা থেকে ০২ মে ২০১৬ তারিখ পর্যন্ত চলে। আবেদন ফি নির্ধারণ করা হয় ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী ও আদিবাসীদের জন্য আবেদন ফি ছিলো১০০ টাকা। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের প্রিপেইড সিম এর মাধ্যমে এই টাকা জমা দিতে হয়েছিলো। চলুন নেওয়া যাক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য….

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্কসমূহঃ
অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময় :
  • আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩১-০৩-২০১৬ তারিখ সকাল-১০:০০ টা৷
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০২-০৫-২০১৬ তারিখ সন্ধ্যা ৬:০০ টা৷
  • আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ : ০২-০৫-২০১৬ তারিখ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে৷
  • প্রিলিমিনারি পরীক্ষার তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০১৬

No comments:

Post a Comment