22 June 2016

(২০১৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার / মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষার সময়সূচী)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার / মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সময়সূচী অনুসারে উক্ত পরীক্ষা আগামী ১৬/০৭/২০১৬ তারিখ থেকে শুরু হয়ে ১৬/০৮/২০১৬ তারিখ পর্যন্ত চলবে।
পরীক্ষার কেন্দ্রতালিকা শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাবে। বহিঃপরীক্ষকের নাম ও ঠিকানা বিশ্ববিদ্যালয় হতে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে তুলে দেওয়া হলোঃ

No comments:

Post a Comment