21 June 2016

বাসের অগ্রিম টিকেট শুরু হয়েছে যা অবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে গতকাল সোমবার অনেকেই  ফিরতে হয়েছে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে। পবিত্র শবে কদর এবং ঈদের ছুটির সঙ্গে সংগতি রেখে বেশির ভাগ যাত্রীই ৩০ জুন কিংবা ৪ জুলাইয়ের টিকিটের প্রত্যাশী ছিলেন। তাই দ্রুত শেষ হয়েছে এ দুই দিনের টিকিট। 
পরিবহনগুলোর হাতে যথেষ্ট টিকিট থাকলেও যাত্রীদের পছন্দ অনুযায়ী টিকিট 

পাওয়া যাচ্ছে না। অগ্রিম টিকিট বিক্রি করা সব পরিবহন কোম্পানির কাউন্টারেই ছিল টিকিট প্রত্যাশীদের ব্যাপক ভিড়। যাঁদের অনেকে এসেছেন মাঝরাতে, সাহরির পর। এরপর সারিতে দাঁড়িয়ে অপেক্ষা। সকাল আটটায় খোলে কাউন্টার। যাঁরা কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন, তাঁদের মুখে ছিল বিজয়ীর হাসি। আর যাঁরা কাঙ্ক্ষিত টিকিট পাননি, তাঁদের মুখে কিছুটা হতাশা থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারবেন—এ জন্য স্বস্তিও ছিল। এসব জায়গায় হানিফ পরিবহন, নাবিল পরিবহন, এস আর পরিবহনসহ বিভিন্ন পরিবহন অগ্রিম টিকিট বিক্রি করে। ৩০ জুন থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করেছে তারা। সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রতিটি কাউন্টারেই ছিল দীর্ঘ সারি। দুপুরের পর ভিড় কমতে থাকে। মানুষ টিকেটের আসায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে আছে। 

No comments:

Post a Comment