20 June 2016

জীবন বদলে দেওয়ার মত কিছু টিপস.

  • যা আছে, তাই নিয়ে সুখী থাকতে চেষ্টা করুন।কারন আপনার যা আছে তা হয়তো অনেকেই পায় না.........
  • খালি হাতে এসে ছিলাম , খালি হাতে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব ক্ষনিকের মেলামেশায় সব অভিনয়। 
  • মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে, সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভাল। 

No comments:

Post a Comment