21 June 2016

ফেইসবুক ম্যাসেঞ্জারে এক বিশাল পরিবর্তন



বিস্তারিত দেখতে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে আসছে বড় পরিবর্তন। পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করা আরও সহজ হবে বলে আশাবাদী ফেসবুক। ফেসবুকের প্রোডাক্ট ফর মেসেজিং বিভাগের প্রধান স্ট্যান চাডনোভস্কি বলেন,

 স্মার্টফোন যুগের শুরু থেকেই মেসেজিং অ্যাপগুলোতে মেসেজ বিন্যাসে তেমন কোন পরিবর্ত ন দেখা দেয় নি। আমরা এক্ষেত্রে কিছু মডিউল যুক্ত করতে যাচ্ছি, যা অনেকটা বিভিন্ন মেসেজ বা মানুষকে আলাদা আলাদা দলে সাজানোর মতোই।
পরিবর্তনের ফলে ব্যবহারকারিরা নতুন একটি হোম পেইজ দেখতে পাবে যেখানে কিছু মডিউল থাকবে। আর এই মডিউলের একেবারে উপরের দিকে সবসময়ই থাকবে নতুন মেসেজগুলো, যেগুলো পড়া হয়নি। আর এরপরই থাকবে “ফেভারিটস” মডিউল যেখানে সবচেয়ে বেশি ঘন ঘন যোগাযোগ করা হয় এমন বন্ধুদের মেসেজ থাকবে। আর অনলাইনে থাকা বন্ধুদের “অ্যাক্টিভ নাও” মডিউলে দেখাবে। এছাড়াও ব্যবহারকারিদের প্রিয়জনের জন্মদিন মনে করিয়ে দিতে থাকবে “বার্থডে” মডিউল।
এ পরিবর্তনের ফলে ইনবক্সে খেই হারিয়ে ফেলার ভয় রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে চাডনোভস্কি জানান, এক্ষেত্রে নতুন মেসেজগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো না পড়ে ফেলা মেসেজগুলোকে সবসময়ই একেবারে ওপরে রাখা।
খুব শীঘ্রই মেসেঞ্জারের নতুন এই আপডেটটি বিশ্বব্যাপি ব্যবহারকারিদের জন্য চালু করা হবে।

No comments:

Post a Comment