অতিরিক্ত চাহিদাও মানুষকে পতনে ডেকে আনে।
মানুষের চাওয়া পাওয়ার কোন শেষনেই।
আজকে কেউ গাড়ী পেলে কালকে তার বাড়ী চাই।
দিন দিন মানুষের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
আমরা আসলে ভুলে গেছি যে আল্লাহ তায়ালা আমাদের থেকেও অনেক মানুষকে অবহায় অবস্থায় রেখেছে। আমাদের জীবনকে বদলাতে হবে। বদলাতে হবে চাওয়া পাওয়া।
চাহিদাই হলো মানুষের ধ্বংসের মুল। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে,
চাহিদার স্বাদ মিটাটে গিয়ে আমরা যে ধ্বংস না হয়ে যাই।
No comments:
Post a Comment